সোমবার, ২০ এপ্রিল, ২০২০

বাড়িওয়ালাদের তিন মাসের ভাড়া না নেয়ার নির্দেশ । দৈনিক জাতীয় খবর


বাড়িওয়ালাদের তিন মাসের ভাড়া না নেয়ার নির্দেশ । 
 দৈনিক জাতীয় খবর
Image may contain: sky and outdoor

করো’না ভাই’রাস এর কারনে আগামী তিন মাস সকল বাড়িওয়ালাকে ভাড়া না নিতে বলেছেন ভা’রতের মহারাষ্ট্র রাজ্যের সরকার। করো’নায় লকডাউন হয়ে আছে পুরো ভা’রত। ফলে বেকার হয়ে পড়েছে অধিকাংশ মানুষ।
এই পরিস্থিতিতে আয়হীন সেসকল মানুষের সহায়তা করার কথা ভেবে শুক্রবার (১৮ এপ্রিল) এমন নির্দেশ দিয়েছেন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার। মহারাষ্ট্র স্টেট হাউসিং ডিপার্টমেন্ট এক বি’জ্ঞপ্তিতে এ নির্দেশ জারি হয়।
মহারাষ্ট্র স্টেট হাউসিং ডিপার্টমেন্ট বাড়িওয়ালাদের জন্য নির্দেশ জারি করেছে‌ যেন তারা আগামী তিন মাস ভাড়া না নেয়। অ’পরদিকে এই পরিস্থিতিতে কোনো ভাড়াটিয়া বাসা ভাড়া না দিলে তাকে যেন উচ্ছেদ না করা হয়। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৩ হাজার ২০০ জন করো’নায় আ’ক্রান্ত হয়েছেন। এবং সেখানে এই প্রা’ণঘাতী ভাই’রাসে মৃ’ত্যুবরণ করেছেন ১৯৪ জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন