রূপসার সাবেক চেয়ারম্যান আলী আকবরের মৃত্যুতে রূপসা উপজেলা আওয়ামীলীগের শোক বিবৃতি

রুপসা প্রতিনিধি:
রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ছাত্রনেতা ও জেলা আওয়ামীলীগের সাবেক যুব এ ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ আলী আকবর ২৩ আগষ্ট সকাল ৮ টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যবরণ করেন।
তিনি গত ২৯ জুন হৃদরোগে আক্রান্ত হন। পরে খুলনার ফরটিক্স ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে সুস্খ্য হয়ে ওঠেন। ফরটিক্স ক্লিনিক থেকে তার হার্টের অপারেশন করা হয়। রবিবার ভোরে পুনরায় তার বুকে ব্যাথা উঠলে তাৎক্ষনিক সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে মারা যান।
নগরীর কাস্টমঘাট কয়লা ঘাটের তার বড় ভাই অহিদুজ্জামান লাবু এর বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
মৃত্যকালে তিনি স্ত্রী, চতুর্থ শ্রেণীতে পড়ুয়া একমাত্র ছেলে, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রূপসা উপজেলার রামনগর গ্রামের মৃত্যু আব্দুর রহমান এর ৬ পুত্র ও ৪ কন্যার মধ্যে সেজ পুত্র। ২০০৯ সালে তিনি বিপুল ভোট পেয়ে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন বাদশা, সাধারণত সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু এবং ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোঃ সোহেল মিনা ও দলের অন্যান্য নেতা ও নেতৃ বৃন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন