রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
রূপসায় ভূমিদস্যুদের দখলে ৮ খানা ঘর ও জমি, হত্যার চেষ্টায় রক্তাক্ত রিপন লস্কর
নিজস্ব প্রতিবেদক: খুলনা, ১৯ অক্টোবর ২০২৫
খুলনার রূপসা উপজেলায় মৃত নারায়ণ চন্দ্র লস্করের পরিবারের ওপর একের পর এক হামলা, জমি দখল ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একদল ভূমিদস্যুর বিরুদ্ধে। এতে বর্তমানে পরিবারের সদস্যরা ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের মৃত নারায়ণ চন্দ্র লস্করের চার ছেলে — সন্তোষ চন্দ্র লস্কর (৭৫), দুলাল চন্দ্র লস্কর (৬০), স্বপন চন্দ্র লস্কর (৫৩) ও রিপন চন্দ্র লস্কর (৩৮) সহ তাদের পরিবার নিয়ে প্রায় বাংলা ১৩৬০ সাল থেকে এলাকায় বসবাস করে আসছেন।
তাদের ৮ খানা ঘর, ৭২ শতক জমি, একটি পানের বরজ, ৫-৭টি গরু এবং পারিবারিক মালামালসহ পুরো ভিটেবাড়ি বর্তমানে দখল করে রেখেছে স্থানীয় একদল ভূমিদস্যু।
পরিবারের দাবি, জোরপূর্বক তাদের বসতবাড়ি দখল করার পর সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। এরপর থেকে তারা অন্যের ঘরে আশ্রিত জীবন কাটাচ্ছেন। ছোট ছেলে রিপন লস্কর বর্তমানে স্থানীয় মনোশান্ত মাস্টারের ঘর ভাড়া নিয়ে বসবাস করছেন, আর বড় ছেলে সন্তোষ লস্কর বিভিন্ন জায়গায় আশ্রয়হীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন।
ঘটনার পর পরিবারটি তাদের জমি ও বসতভিটার দখল ফিরে পাওয়ার আশায় ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিদুল ইসলাম নুন্দুর নিকট লিখিতভাবে বিচার প্রার্থনা করেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সামাজিকভাবে বসাবসির উদ্যোগ নেওয়া হলেও দখলকারীরা বৈঠকে উপস্থিত না হওয়ায় বিষয়টি অনির্ধারিত থেকে যায়।
এরই মধ্যে দখলবিরোধী ছোট ছেলে রিপন লস্করের ওপর হত্যাচেষ্টা চালানো হয়। স্থানীয়রা জানান, একদল সন্ত্রাসী রিপনের ওপর হামলা চালিয়ে তার নাক, পিঠ, বুক, কোমর ও মাথায় লোহার রামদা ও গুপ্তি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
এ বিষয়ে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এদিকে এলাকাবাসী জানান, ভূমিদস্যুদের প্রভাবের কারণে প্রশাসন বিষয়টি উপেক্ষা করছে, ফলে সাধারণ পরিবারটি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের দাবি— প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে যেন তাদের জমি, ঘরবাড়ি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন