রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠান ৬ সেপ্টেম্বর সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য পত্নী, এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম।
Image may contain: 8 people, people smiling, people sitting Image may contain: 6 people, people standing

ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন কুমার অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ সভাপতি অধ্যক্ষ ফ. ম আঃ সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,
আলাইপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মামুন সরকার। আওয়ামীলীগ নেতা মনির হোসেন মোল্লা ও
মোঃ সোহেল মিনার পরিচালনায়
Image may contain: 9 people, people smiling, people standing and indoorImage may contain: 3 people, outdoor
বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী এ্যাড. ফাল্গুনী ইয়াসমিন মিতা, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রুহুল আমিন রবি, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারন সম্পাদক শারমিন সুলতানা রুনা, যুবলীগ নেতা ফ.ম জয়নাল আবেদীন, নোমান ওসমান রিচি, প্যানেল চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, রিনা পারভীন, শফিকুল ইসলাম, মনির হোসেন ফকির, শ্যামল কুমার দাস, তাহিদুল ইসলাম, মনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন মিটুল, মোল্লা কবির হোসেন, মুসা মোল্লা সবুজ, মেহেদী হাসান, মোল্লা ফরহাদ হোসেন, খায়রুজ্জামান সজল, স্বপন কুমার বিশ্বাস, অশোক কুমার কর্মকার, গোপাল কুন্ডু, দিবাংশু মালাকার মনি, সহাদেব বৈরাগী, ফিরোজা বেগম, সুনিতী রায় লস্কর, লাভলী বেগম, জেসমিন বেগম, মাধুরী সরকার, গুলশান ফকির প্রমুখ।
Image may contain: 8 people, people standingImage may contain: 15 people, people smiling, people standing

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.