৬৯৯৯ টাকায় নতুন স্মার্টফোন ‘নকিয়া ১ প্লাস’
দেশের বাজারে এইচএমডি গ্লোবাল নিয়ে এলো ‘নকিয়া ১ প্লাস’ এন্ড্রয়েড (গো সংস্করণ) স্মার্টফোন। নকিয়ার নতুন এই ফোনটি বড় ডিসপ্লে, সর্বশেষ এন্ড্রয়েড এবং সর্বাধুনিক ডিসাইনের সমন্বয়ে ব্যতিক্রমী মান উপভোগ করার সুযোগ করে দিয়েছে।
শনিবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নকিয়া ১ প্লাস গ্রাহকরা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে বড় ডিসপ্লে, দৃঢ় ইমেজিং এবং অনন্য ন্যানো-পেটার্ন ফিনিশিং এবং সর্বশেষ এন্ড্রয়েড সংস্করণ ৯ পাইয়ের (গো এডিসন) ফিচার উপভোগ করতে পারবে।
নকিয়া ১ প্লাসের রয়েছে মিডিয়াটেক কোয়াড কোর সিপিইউ ৫.৪৫ আইপিএস ফুল স্ক্রীন ডিসপ্লে ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। গুগল ফটোসের আনলিমিটেড স্টোরেজ ব্যবহারের সুযোগ পাবে গ্রাহক।
লাল, নীল এবং কালো এই তিনটি রঙে এই ফোনটি পাওয়া যাচ্ছে ৬৯৯৯ টাকায়।
কোন মন্তব্য নেই