পুতিনকে প্রশ্ন করায় সাংবাদিক বহিষ্কার

পুতিনকে প্রশ্ন করায় সাংবাদিক বহিষ্কার


প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বছরের শেষ সংবাদ সম্মেলনে প্রশ্ন করা রাশিয়ার এক সাংবাদিককে পদত্যাগ করতে বলা হয়েছে। মস্কো টাইমস এ খবর প্রকাশ করেছে। এরপরপরই ওই সাংবাদিককে বহিষ্কারের কারণ নিয়ে গুঞ্জন ছড়ায়।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দীর্ঘ সংবাদ সম্মেলনে পুতিনকে প্রশ্ন করে বহিষ্কৃত হওয়া এলিসা ইয়ারোভস্কায়া রাশিয়ার ইয়ামাল অঞ্চলের একটি টিভি চ্যানেলের সাংবাদিক। তিনি পুতিনকে তার নিজস্ব এলাকায় নির্মিতব্য একটি সেতুর কাজ দ্রুতগতিতে শেষ করার জন্য সাহায্যের আবেদন জানান। 
পুতিনকে প্রশ্ন করায় সাংবাদিক বহিষ্কার
রাশিয়ান গণমাধ্যম জানিয়েছেন, এলিসাকে বহিষ্কারের তিনটি সম্ভাব্য কারণের মধ্যে এটি একটি হতে পারে। 
ইয়ামাল নেনেটস নামের স্বায়ত্তশাসিত অঞ্চলের ওই কর্তৃপক্ষ সেই প্রশ্নকে স্বাভাবিকভাবে নেননি। কারণ এতে এলাকার গভর্নরের তোষামোদ করা হয়েছে বলে তাদের বিশ্বাস। কারণ ওই সাংবাদিক পুতিনকে আরও বলেছিলেন, জেলার গভর্নর সম্ভাব্য সবকিছু করছেন ওই সেতুর কাজ সম্পন্ন করার জন্য। 
এছাড়াও টিভি কর্তৃপক্ষ সেই সাংবাদিককে যে প্রশ্ন করতে বলেছিল তা তিনি করেননি। এছাড়াও এলিসা নামের ওই সাংবাদিক তার সহকর্মীর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেন বলেও অভিযোগ রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.