বঙ্গবন্ধু বিপিএলে চলছে রাজশাহীর রাজত্ব
বঙ্গবন্ধু বিপিএলে চলছে রাজশাহীর রাজত্ব
বঙ্গবন্ধু বিপিএলে একচেটিয়া রাজ করছে পদ্মা পাড়ের দল রাজশাহী রয়্যালস। ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্বে শুরু থেকেই দাপট দেখিয়েই যাচ্ছে।
চট্টগ্রামে আজ দুর্দান্ত খেলতে থাকা মুশফিকুর রহীমের খুলনাকে উড়িয়ে পয়েন্ট টেবিলে স্থান পাকাপোক্ত করেছে রাজশাহী রয়্যালস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এই ম্যাচে ১২ বল হাতে রেখেই সাত উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। খুলনার দেওয়া ১৪৬ রানের টার্গেটকে মামুলি বানিয়ে সহজে জয় পায় রাজশাহী।এখন পর্যন্ত সবচেয়ে কম ম্যাচ খেলা (৪ ম্যাচ) রাজশাহী হেরেছে মাত্র একটিতে। ছয় পয়েন্ট নিয়ে দলটি অবস্থান করছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সর্বোচ্চ সাত ম্যাচ খেলে ১০ পয়েন্টি নিয়ে প্রথম স্থানে আছে চট্টগ্রাম।
টার্গেটে খেলতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস। শুরুতেই ঝড় তুলে তিনি ৪৪ বলে ৫টি চার ও ২টি ছয়ের মারে এই রান করেন। লিটনের ভিত গড়ে দেওয়া এই ম্যাচ শেষ করে আসেন রাসেল ও বোপারারা। রাসেল ২৮ ও বোপারা ১৩ রানে অপরাজিত থাকেন। মাঝে মালিক ১৬ রান করেন।
খুলনার হয়ে একটি করে উইকেট নেন ফ্রাইলিংক ও শহীদুল ইসলাম।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে আন্দ্রে রাসেলের বোলিং তোপের মুখে ১৪৫ রানে গুটিয়ে যায় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন শামসুর রহমান শুভ। এ ছাড়া ফ্রাইলিংক ৩১ ও রাইলি রুশো ৩৫ রান করেন। মুশফিক আউট হন মাত্র ১ রান করে। বাজে ফর্মে থাকা শান্ত এই ম্যাচেও আউট হন ১ রান করে।রাজশাহীর হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন রাসেল। এ ছাড়া কামরুল ইসলাম রাব্বী ও রবি বোপারা নেন দুটি উইকেট।
কোন মন্তব্য নেই