লিংকডইনে চাকরির ভার্চুয়াল ইন্টারভিউ

লিংকডইনকরোনা ভাইরাসের কারণে চাকরি প্রার্থীদের জন্য মাইক্রোসফটের মালিকানাধীন প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইন অনলাইনে ‘ভার্চুয়াল’ ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছে।
ভার্জ সাময়িকী জানায়, লিংকডইন একটি মেইলের মাধ্যমে প্রার্থীদের জানায়, বর্তমানে করোনা ভাইরাসের এমন প্রাদুর্ভাবের কারণে প্রত্যেকের স্বাস্থ্য প্রতিষ্ঠানটির কাছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। তাই প্রার্থীরা, যাদের সম্প্রতি কোনও ইন্টারভিউয়ের শিডিউল রয়েছে তারা চাইলে ‘ব্লুজিনস’ ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাকরির ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন। অথবা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত শিডিউল স্থগিত রাখতে পারবেন।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, বর্তমানে করোনা ভাইরাসের এমন প্রাদুর্ভাবের কারণে আমরা সর্বোচ্চ অগ্রাধিকারেরভিত্তিতে আমাদের কর্মী, কাস্টমার এবং পার্টনারদের গ্লোবাল হেলথ এক্সপার্টদের পথনির্দেশনা অনুযায়ী তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি।
আইএএনএস জানায়, ভাইরাসটির কারণে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, আইবিএম ও ফোর্ড তাদের কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে করেছে। 




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.