মাত্র তিন ঘণ্টায় তারা করোনাভাইরাসের পরীক্ষামূলক একটি ভ্যাকসিন তৈরি করেছেন। যুক্তরাষ্ট্র



করোনাভাইরাস নিয়ে রীতিমত আতঙ্কে আছে বিশ্ববাসী এর কারণ হলো এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে পরীক্ষামূলক ভাবে অনেক দেশে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হলেও তা ফলপ্রসূ হয়নি। কিন্তু সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের গবেষণাগারে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ এর সাহায্যে এই ভাইরাসের আকৃতি ধরা পড়ে কিছুদিন আগে এরপর তারা মাত্র ৩ ঘন্টার মধ্যেই কোন ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছে যা পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করছে তারা
মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো ল্যাবের গবেষকরা জানিয়েছেন, মাত্র তিন ঘণ্টায় তারা করোনাভাইরাসের পরীক্ষামূলক একটি ভ্যাকসিন তৈরি করেছেন। করোনার বিরুদ্ধে এটি ভালো কাজ করবে। ইনোভিও ফার্মাসিউটিক্যালস এখন এটি নিয়ে আরো পরীক্ষা চালাবে। প্রথমে কোনা প্রাণীর ওপর, তারপরে মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষ করতে কয়েক মাস সময় লাগতে পারে।
তারা জানান, প্রাণীর ও মানুষের ওপর পরীক্ষা করার পর সফল হলে খুব শিগগিরই এই ভ্যাকসিনটি বাজারে পাওয়া যাবে। তারা আশা করছেন, এই ভ্যাকসিনটি ভালো কাজ করবে। সেই সঙ্গে তারা সফলও হবে বলে আশা করেন। এর আগে চীনা বিজ্ঞানীরা ৯ জানুয়ারি করোনাভাইরাসটির জেনেটিক সিকোয়েন্স প্রকাশ করেছিলেন। পরে ইনোভিও এবং বিশ্বের অন্যান্য ল্যাবগুলোর গবেষকরা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য তাত্ক্ষণিকভাবে কাজ শুরু করেছিলেন।
এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র হচ্ছে চীন। তবে বৃহৎ রাষ্ট্রটির রয়েছে বিশাল জনগোষ্ঠী। পৃথিবীর অন্যতম জনবহুল দেশ এটি। তবে এত জনসংখ্যা নিয়েও বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে সমানভাবে নিজের অবস্থানকে দাঁড় করাতে পেরেছে দেশটি। সম্প্রতি দেশটিকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস নামক একটি প্রাণঘাতী ভাইরাস। এই ভাইরাসটি মূলত প্রাণীর দেহ থেকে সংক্রমিত হয়েছে এমনটাই ধারণা করেছে গবেষকরা। তবে সঠিক কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.