মহিলারা মায়ের জাতি। সেই মায়ের জাতিকে নগ্নভাবে উপস্থাপন করে কি বোঝাতে চাইছেন কর্তৃপক্ষ?

মহিলারা মায়ের জাতি। সেই মায়ের জাতিকে নগ্নভাবে উপস্থাপন করে কি বোঝাতে চাইছেন কর্তৃপক্ষ?
কি শেখাতে চাইছেন ছাত্রীদের ?

মহিলাদের রাস্তা ঘাটে যথেচ্ছাচারভাবে যাতে ধর্ষিত হয়, এই নগ্ন মূর্তি দিয়ে কি আপনারা সেটিই শেখাচ্ছেন কি?এই নগ্ন মূর্তি অতি শীঘ্রই সরিয়ে ফেলতে হবে, হবে ই হবে।
যেসব শিক্ষক, কর্তৃপক্ষ বা যারাই এই নগ্ন মূর্তি টাকে প্রতিষ্ঠানের সামনে রাখার জন্য অনুমতি দিয়েছেন।আমি ঘৃণার সাথে বলছি, আপনারা কি মানুষের পর্যায়ে পড়েন? আপনাদের কি মা,মেয়ে নেই? এই মূর্তি গুলো কি আপনাদের যৌন উত্তেজক মেডিসিন? এগুলো দেখে কি শরীরে শুড়শুড়ির অনুভূতি নিয়ে মহিলাদের ক্লাসে ঢুকে পড়াতে গিয়ে উত্তেজনা সৃষ্টি হয়? তা না হলে কোন কারনে এই নগ্ন মূর্তি তৈরি করে মহিলা চিচা্র্স ট্রেনিং কলেজের সামনে বসানো হলো? সাধারণ জানতে জনতা কর্তৃপক্ষের কাছে জবাব চায়
সমস্ত নারি ও নারি শিক্ষকদের পক্ষ থেকে এর জোরালো প্রতিবাদ করা হল

Image may contain: sky, tree, outdoor and natureImage may contain: one or more people, people standing and outdoor

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.