খাদ্যসামগ্রী নিয়ে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশে ড়ালেন বঙ্গবন্ধুর শেখ সোহেল । দৈনিক জাতীয় খবর


 খাদ্যসামগ্রী নিয়ে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশে দাড়ালেন বঙ্গবন্ধুর  এর ভ্রাতুষ্পুত্র  শেখ সোহেল 
Image may contain: text  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল দীর্ঘদিন ধরে খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে চলেছেন । সম্পৃক্ত রেখেছেন খুলনার উন্নয়ন এবং সমাজের অবহেলিত অসহায় দুস্থদের সেবাও। চলমান করোনা ভাইরাসের পরিস্থিতিতে খুলনা মহানগরীর সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশে দাঁড়ালেন খাদ্যসামগ্রী নিয়ে। বৃহস্পতি ও শুক্রবার নগরীর সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের খাদ্য সামগ্রী নগর যুবলীগ নেতা-কর্মীদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন তিনি।
Image may contain: 4 people
নগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ বলেন, আমার প্রিয় অভিভাবক খুলনার মানুষের আপন জন শেখ সোহেল ভাইয়ের নির্দেশে দলীয় নেতা কর্মীদের মাধ্যমে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের তার পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি যে কোন বিপদ আপদে তাদের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং সালাম জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.