তেরখাদায় দুই স্ত্রীর ভালবাসার টানাটানিতে প্রাণ গেল স্বামীর - দৈনিক জাতীয় খবর
তেরখাদায় দুই স্ত্রীর ভালবাসার টানাটানিতে প্রাণ গেল স্বামীর
-দৈনিক জাতীয় খবর
খুলনার তেরখাদায় দুই স্ত্রীর ভালবাসার টানাটানিতে রবিউল মোল্লা (৩০) নামের এক ব্যক্তি হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। বিয়ের পরে তার ছোট স্ত্রীর প্রতি বেশি ভালবাসা সহ্য করতে পারছিলেন না বড় স্ত্রী। তাই কবিরাজ ডেকে এনে স্বামীকে নিজের বশে নিতে ছেয়েছিলেন বড় স্ত্রী। আর কবিরাজের বশীকরণ চিকিৎসা প্রাণ হারান স্বামী রবিউল মোল্লা।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে তেরখাদার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রবিউল মোল্লা ওই গ্রামের মৃত সোবহান মোল্লার ছেলে। তার বড় স্ত্রীর নাম বালিনা (২৬) ও ছোট স্ত্রীর নাম শামীমা (২৫)। পরিবারে দুই স্ত্রীর মধ্যে প্রায় কলহ বিবাদ লেগেই থাকতো।
তেরখাদা থানার ওসি গোলাম মোস্তফা অধিকারকে বলেন, পারিবারিক কলহের জেরে রবিউল মোল্লার প্রাণ গেছে। তার ছোট স্ত্রীর প্রতি বেশি ভালবাসা সহ্য করতে না পেরেই বড় স্ত্রী কবিরাজ নিয়ে এসেছিলেন। আর কবিরাজের চিকিৎসায় মধ্য রাতে মারা গেছেন। প্রাথমিক ভাবে কবিরাজের নাম পাওয়া যায়নি। তবে তার বাড়ি বাগেরহাটের কোথাও। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই