আধার কার্ড থাকলে এই পদ্ধতিতে ১০ মিনিটেই পাওয়া যাবে PAN কার্ড - দৈনিক জাতীয় খবর


আধার কার্ড থাকলে এই পদ্ধতিতে ১০ মিনিটেই পাওয়া যাবে PAN কার্ড

Image may contain: one or more people

দৈনিক জাতীয় খবর

ভারতের প্রতিটি নাগরিকের কাছে প্যান নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যান নম্বর না থাকলে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়, ঠিক তেমনি বেশি টাকার লেনদেন, সোনা কেনাবেচা, এমনকি জমিজমা কেনাবেচার ক্ষেত্রেও প্যান নম্বর আবশ্যিক। কেন্দ্র সরকারের তরফ থেকে সদ্য পরিবেশিত পূর্ণাঙ্গ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন আধার নম্বর থাকলে তৎক্ষণাৎ দেওয়া হবে প্যান নম্বর।
অর্থমন্ত্রী বলেন, আধারের তথ্য দিলেই তৎকাল অনলাইন প্যান জারি করবে কেন্দ্র সরকার। যেকোনো ব্যক্তি আয়কর দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরিষেবার সুবিধা পেতে পারেন। আধার নম্বরের মাধ্যমে এই ইনস্ট্যান্ট প্যান নম্বর দেওয়া হচ্ছে।আর এই প্যান নম্বর পেতে বা প্রক্রিয়া সম্পন্ন করতে লাগবে মাত্র ১০ মিনিট বা তারও কম। ইতিমধ্যেই ভারতের আয়কর দপ্তর ইনস্ট্যান্ট প্যান নম্বর পাওয়ার অপশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাবেন এই প্যান নম্বর।
ইন্সট্যান্ট প্যান নম্বর পাওয়ার পদ্ধতি
তৎক্ষণাৎ প্যান নম্বর নিতে হলে আপনাকে প্রথমে আয়কর দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট IncomeTaxIndia এ যেতে হবে। তারপর সেখান বাঁ দিকে অপশনগুলির মধ্যে পাবেন ‘Instant PAN through Aadhaar’। সেখানে ক্লিক করলেই চলে যাবেন পরবর্তী পর্যায়ে।
এরপর পাবেন ‘Get New Pan’ নামে অপশন। যেখানে ক্লিক করতে হবে। তারপর নির্দিষ্ট স্থানে আপনার আধার নম্বর দিতে হবে। তারপর নির্দিষ্ট জায়গায় দিতে হবে ‘Captcha Code’। এরপর আপনাকে ‘I Confirm That’ অপশনে টিক দিতে হবে। এরপর ‘Generate Aadhaar OTP’ অপশনে ক্লিক করলেই আপনার আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
সেই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর পরবর্তী পর্যায়ে নিজের জন্ম দিন তারিখ দিতে আধারে থাকা অনুযায়ী। তারপরেই তৈরি হয়ে যাবে আপনার প্যান নম্বর।
এই প্যান কার্ডটি আপনি ডাউনলোডও করতে পারেন। এর জন্য আপনাকে ‘Instant PAN through Aadhaar’ অপশনে ক্লিক করার পর দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে। খরচ ৫০ টাকা হবে বলে সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.