একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তেরখাদায় যুবককে পিটিয়ে হত্যা । দৈনিক জাতীয় খবর
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তেরখাদায় যুবককে পিটিয়ে হত্যা
দৈনিক জাতীয় খবর
তেরখাদা প্রতিনিধী : একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনা জেলার তেরখাদা উপজেলা পল্লীতে জনি মোল্লা (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছেেে আজ ১৪ আগস্ট (শুক্রবার) সকাল সাড়ে ৭টায় উপজেলার পুরাতন জয়সোনা (খালপড়া) গ্রামে। নিহত জনি মোল্লা ওই গ্রামের মো. লুৎফর রহমান মোল্লার ছেলে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় বশার বিশ্বাস গংদের সাথে নিহত জনি মোল্লাদের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধের জের ধরে আজ সকাল সাড়ে সাতটার দিকে দুই পক্ষের মাধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় প্রতিপক্ষরা লাঠি দিয়ে জনি মোল্লাকে বেধড়কভাবে পিটিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কোন মন্তব্য নেই