খুলনা ৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দী'র বড় ভাইয়ের মৃত্যুতে রুপসা উপজেলা আওয়ামীলীগের গভীর শোক
এমপি আব্দুস সালাম মূশের্দী'র বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক
রুপসা প্রতিনিধি:
খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূশের্দী'র ভাই , কামাল উদ্দিন হায়দার ময়না(৬৭) আজ ভোর ৪টা ১৭ মিনিটে অসুস্থ জনিত কারনে মারা যান।(ইন্না---------রাজিউন)।
তিনি গতকাল রাত ৯টায় হার্ট এ্যাটাক জনিত কারনে অসুন্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা১৭মিনিটে তিনি মারা যান।
তিনি একজন ব্যবসায়ী ছিলেন। স্ত্রী,৩ কন্যাসহ বহু অাত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজের জানাযা আসরবাদ নিজ গ্রাম নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন বাদশা, সাধারণত সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু এবং ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোঃ সোহেল মিনা ও দলের অন্যান্য নেতা ও নেতৃ বৃন্দ ।
কোন মন্তব্য নেই