আশুলিয়ায় পুকুরে বিষ দিয়ে কোটি টাকার মাছ নিধন - দৈনিক জাতীয় খবর

 

আশুলিয়া প্রতিনিধি-


আশুলিয়ার জিরাবো এলাকায় দুর্বৃত্তরা ৪০ বিঘা আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিক শরিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।


পুকুরের মালিক শরিফুল ইসলাম ব্যাপারী বলেন, ১৯৯৮ সাল থেকে আমি পুকুরে মাছচাষ করে আসছি। গতকাল রাতে একদল দুর্বৃত্ত রাতের আঁধারের কোনো এক সময়ে তার মাছের পুকুরে বিষ প্রয়োগ করেন। এতে তার প্রায় ৫ কোটি টাকার মাছ মরে গেছে।


এদিকে, সাভার উপজেলা মৎস্য কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, পুকুরে বিষ প্রয়োগের খবরে তারা একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠিয়েছে। প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


ওই এলাকার জিল্লুর রহমান নামে এক ব্যক্তি বলেন, বিষ প্রয়োগে মাছ মারার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে পরিবেশ দূষিত হয়ে পড়ছে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে কাজ করছে।


সংবাদটি ভাল লাগলে Share বাটনে ক্লিক করুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.