রাজাকারের সন্তান প্রফেসর মনোয়ার , খুলনা জেলা আওয়ামীলীগের কমিটিতে............
রাজাকারের সন্তান প্রফেসর মনোয়ার খুলনা জেলা আওয়ামীলীগের কমিটিতে
![]() |
প্রফেসর মনোয়ার |
রুপসা প্রতিনিধি:
খুলনা জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে খুলনা জেলার রুপসা উপজেলার চাদপুর গ্রামের কুখ্যাত রাজাকার ওহাব মোল্লার ছেলে প্রফেসর মনোয়ারের নাম আছে বলে সমালোচনা শোনা যাচ্ছে।
মনোয়ারের পিতা ও পরিবারের সবাই সাবেক মুসছিলমলীগ ও বর্তমানে বিন,এন,পির রাজনীতির সাথে জড়িত।
মনোয়ার মাদরাসা থেকে দাখিল ও আলিম পাস করে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১৯৯১-১৯৯৫ সালে অধ্যায়নরত অবস্থায় ছাত্র শিবিরের সক্রিয় রাজনীতি করত।স্থানীয় আওয়ামী পরিবারের লোকজন মনোয়ারের আওয়ামীলীগ কমিটিতে আসার কথা শুনে তীব্র নিন্দা ও ক্ষোভে ফেটে পড়েছে। তারা জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের বিষয়টি ক্ষতিয়ে দেখতে অনুরোধ করছেন।
কোন মন্তব্য নেই