জাতির জনক, শেখ হাসিনা , শেখ হেলাল , ও খুলনা ৪ আসনের সংসদ সদস্য- আব্দুস সালাম মুর্শেদীর ছবি ছিড়লো সন্ত্রাসী গ্রুপ ।
জাতির জনক , শেখ হাসিনা , শেখ হেলাল , ও খুলনা ৪ আসনের সংসদ সদস্য- আব্দুস সালাম মুর্শেদীর ছবি ছিড়লো সন্ত্রাসী গ্রুপ ।
তেরখাদা উপজেলাধীন ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের সামনে বেশ কিছু প্যানা লাগানো হয়,যাহাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি,শেখ হেলাল উদ্দিন এমপির ছবি, ও খুলনা ৪ আসনের সংসদ সদস্য- আব্দুস সালাম মুর্শেদী ও ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান দীন ইসলামের ছবি,, স্থানীয় শত্রুতার জের ধরে ইছামতী গ্রামের আবুল খায়ের কাজী, তরু কাজী ,কাচা কাজী, আজ সকাল ১০ ঘটিকার সময় উক্ত সন্ত্রাসী গ্রুপ লাগানো প্যানাগুলো ছিড়তে থাকে, স্থানীয় বাসিন্দা রাজ্জাক শেখ প্যানাগুলো ছিড়তে বাধা প্রদান করলে তাকে অকথ্য ভাষায় গালিগালজ করে , ও তাকে মেরে জখম করে এবং তাকে মেরে ফেলার বিভিন্ন ভয়ভিতি দিচ্ছে । উক্ত ঘটনার তীব্র নিন্দা সুষ্ঠ তদন্ত ও শাস্তির দাবি জানায় আওয়াীলিগের নেতানেত্রী বৃন্দ । জাতির জনকের, ও শেখ হাসিনার ছবি ছিড়া এটা একটা জঘন্য শাস্তীযোগ্য অপরাধ । এ নিয়ে আজ তেরখাদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
কোন মন্তব্য নেই