সন্ত্রাষ ও মাদক মুক্ত খুলনা গড়তে খুলনা রুপসায় অভিযানে ৪ আসামী গ্রেপতার
খুলনা জেলা প্রতিনিধিঃ
সন্ত্রাষ ও মাদক মুক্ত খুলনা
গড়তে খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে ও রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের এক বিশেষ নেতৃত্বে রূপসা থানা ও থানাধীন বিভিন্ন ক্যাম্প সমূহে কর্মরত অফিসার ও ফোর্স নিয়ে আজ ২২/০১/২০২১ ইং তারিখ ঐ থানা এলাকায় বিশেষ চাষাড়া অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার
পলাতক এম/পি ৩৬০/২০ এর আসামী ১. রিজাউল মোল্লা, ২. আনু বেগম , সিআর ৯৯/১৫ এর আসামী দেবাশীষ কুন্ডু দের গ্রেফতার করেন ও নিয়মিত অপর এক মামলার আসামী ১। মোঃ নয়ন শেখকে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করিয়া সকল আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কোন মন্তব্য নেই