ঠাকুরগাঁও রুহিয়া বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্দ্যাগে কম্বল বিতরণ। দৈনিক জাতীয় খবর




দৈনিক জাতীয় খবর - ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানা শাখা ভূমিহীন আন্দোলনের উদ্দ্যাগে ভূমিহীন অসহায় দূস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।  ৮ জানুয়ারী শুক্রবার বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা শাখা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রুহিয়ার থানা এলাকায় অসহায় ভূমিহীন গরীব দূঃখীদের মাঝে কম্বল বিতরণ করেন।  অনুষ্ঠানে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল- মামুন উপজেলা নিবার্হী অফিসার ঠাকুরগাঁও সদর তিনি বলেন, বাংলাদেশে অনেক  সংগঠন রয়েছে এর মধ্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সংগঠনই সততার সহিত প্রশাসনকে সহযোগিতা করে আসছে। সেই সাথে তিনি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটিকে সাধুবাদ জানান।  অনুষ্ঠানে কুদরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবর রহমান সমন্বয় কারী রংপুর বিভাগ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ঠাকুরগাঁও জেলা, আবু সাঈদ বাবু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ রুহিয়া থানা ঠাকুরগাঁও, আমিনুল হক সভাপতি রুহিয়া থানা প্রেসক্লাবের, সকল সদস্য গন উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.