মাদক মুক্ত খুলনা গড়তে রূপসায় গাঁজা সহ গ্রেফতার ২ । দৈনিক জাতীয় খবর
শেখ মাহাবুব আলম খুলনা জেলা প্রতিনিধিঃ
সন্ত্রাষ ও মাদক মুক্ত খুলনা গড়তে খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব সরদার মোশাররফ হোসেন, এক বিশেষ নেতৃত্বে রূপসা থানা ও থানাধীন বিভিন্ন ক্যাম্প সমূহে কর্মরত অফিসার ও ফোর্স নিয়ে আজ ১২/০২/২০২১ তারিখ ঐ থানা এলাকায় বিশেষ চাষাড়া অভিযান পরিচালনা করে সিআর ২৪৯/২০ (রূপসা) এর আসামী মোঃ আজগর আলী মোড়ল কে গ্রেফতার করে এবং ৫০ গ্রাম গাঁজা সহ আসামী সুমন মোগল (২৭) এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কোন মন্তব্য নেই