খুলনার রূপসায় সুন্দরবনের বনদস্যুর প্রধান রাজু পুলিশের হাতে গ্রেপ্তার I দৈনিক জাতীয় খবর
এম .শহিদুল ইসলাম, খুলনা প্রতিনিধিঃ
রূপসা থানা পুলিশ সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লা (৪৯) কে বন্দুকের বাটসহ গ্রেফতার করেছে। তার নামে হত্যা, চাদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
মামলা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ওসি তদন্ত সিরাজুল ইসলাম ও এস আই বাবলা দাসসহ সঙ্গীয় ফোস অভিযান চালিয়ে ১৮ এপ্রিল বিকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরী বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্বার করে।
উল্লেখ্য, খুলনায় র্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে ২০১৭ সালে রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্মসমর্পন করে।
পুলিশ জানায়, এই রাজু কিছুদিন পূর্বে জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে না এসে পূর্বের জীবনে ফিরে যাওয়ার জন্য দল সংগঠিত করার চেষ্টা করছে।
সে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহাদাত মোল্লার পুত্র । এ ব্যপারে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে
কোন মন্তব্য নেই