ইউরোপের পোশাক বাজারে ভারত-পাকিস্তানসহ ৫ প্রতিযোগীকে টেক্কা দিচ্ছে বাংলাদেশ
ইউরোপের পোশাক বাজারে ভারত-পাকিস্তানসহ ৫ প্রতিযোগীকে টেক্কা দিচ্ছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ইউরোপীয় বাজারে এখন এক অনন্য অবস্থান দখল করে নিয়েছে। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, তুরস্ক ও কম্বোডিয়ার মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বাংলাদেশের পোশাক রপ্তানি ক্রমেই এগিয়ে চলছে।
শিল্প বিশেষজ্ঞরা জানান, দক্ষ শ্রমশক্তি, মানসম্মত পণ্য উৎপাদন, সময়মতো সরবরাহ এবং তুলনামূলকভাবে কম উৎপাদন খরচ বাংলাদেশের এই সাফল্যের মূল কারণ। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ‘জেনারেলাইজড স্কিম অব প্রেফারেন্সেস (GSP)’ সুবিধা বাংলাদেশের রপ্তানিতে বড় ভূমিকা রাখছে।
বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক ইউরোপের বিভিন্ন দেশের নামী ব্র্যান্ডের শেলফে জায়গা করে নিয়েছে। বিশেষ করে নিটওয়্যার ও ডেনিম পোশাকে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বের শীর্ষ পর্যায়ে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের প্রথম ৯ মাসেই ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর এক কর্মকর্তা বলেন,
“আমরা এখন শুধু পরিমাণে নয়, মানের দিক থেকেও এগিয়ে যাচ্ছি। টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছি—যা আমাদের ভবিষ্যৎ প্রতিযোগিতায় আরও শক্তিশালী করবে।”
বিশ্ব অর্থনীতিতে মন্দা থাকা সত্ত্বেও ইউরোপে বাংলাদেশের পোশাকের চাহিদা অব্যাহত থাকায় রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব পড়ছে।

কোন মন্তব্য নেই