টাকার জন্য চিকিৎসা হচ্ছে না পা হারানো এতিম ছাত্রীর তামান্নার


টাকার জন্য চিকিৎসা হচ্ছে না ,পা হারানো এতিম ছাত্রীর তামান্নার
Image may contain: one or more people
Image may contain: one or more people and people sitting
Image may contain: 1 person

 

সেন্ট্রাল ডেস্কঃ ছাগলনাইয়া জামেয়া খোলাফায়ে রাশেদা মহিলা মাদ্রাসা ও এতিমখানা থেকে দাখিল ও আলিম পাশ করে। বাবা মৃত্যুর পর এবং মায়ের অন্য জনের সাথে বিয়ে হওয়ার পর থেকে সে তার চাচা জেঠাদের সহায়তা এতিমখানা থেকে পড়ালেখা বড় হয়। ১০/১৫ দিন আগে ক্যাডেট কলেজ সামনে সড়ক দূঃঘটনায় ১টি পাঁ হারানো তাহমিনা আক্তার তামান্নার।
ঘটনার দিন চাচার মোটরসাইকেল করে শহরে পাত্র পক্ষ কে দেখাতে শহরে আসার সময় ট্রাক চাপায়,চাচা ও তামান্না মারাত্মক আহত হয়।পরে চট্রগ্রাম মেডিকেল তামান্নার এক পা পেলে দিতে হয়। এখন তার চিকিৎসা করার জন্য অনেক টাকা প্রয়োজন। বর্তমানে তার চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫ম তলায় ২৬ নং ওয়ার্ড়ের ৪ নং কেবিনে ভর্তি আছে।
নাম,তাহমিনা আক্তার তামান্না,পিতা: মৃত মো: আবু ইউছুফ, মাতা: সালেহা বেগম, গ্রাম: মধ্যম শিলুয়া।
থানা: ছাগলনাইয়া,জেলা:ফেনী।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা Amer Mokki:
০১৩১৬৩২৫৬৩০ (পারসোনাল-বিকাশ)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.