অবৈধ খাল ও নদী দখলকারীদের ব্যাপারে কোন ছাড় নেই-উপমন্ত্রী শামীম
পানি সম্পদ উপ’মন্ত্রী এনামুল হক শামীম বলেছেন,অবৈধ নদী ও খাল দখলকারীদের ব্যাপারে কোন ছাড় নেই। তাদের উচ্ছেদের জন্য সর্বোত ব্যবস্থা গ্রহন করেছি। পানি সম্পদ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহনমন্ত্রণালয় যৌথ উদ্যোগে বাংলাদেশে বুড়িগঙ্গা থেকে অবৈধ নদী ও খাল দখল’কারীদের উচ্ছেদ অ’ভিযান শুরু করেছি। জেলা প্রশাসকের নে’তৃত্বে প্রত্যেকটা জেলায়ই একটি করে শক্তিশালী অবৈধ নদী ও খাল দখলদার উচ্ছেদ কমিটি করা হয়েছে। কমিটিকে প্রধানমন্ত্রী এবং আমাদের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। গোপালগঞ্জেও অ’বৈধ দখলদার যারাই থাকুক’না কেন তাদেরকেও উচ্ছেদের আওতায় আনা হচ্ছে। উপমন্ত্রী গোপালগঞ্জ থেকে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গি’পাড়া গ্রামের বাড়ি যাওয়ার নৌ-রুট খননের কাজ প’রিদর্শণ শেষে আজ
শনিবার দুপুরে গোপাল’গঞ্জ সদর উপজেলার কুশলী গ্রামে সংবাদিকদের কাছে এসব কথা বলেন। উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আমি বঙ্গ’বন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ শহর থেকে বঙ্গ’বন্ধুর টুঙ্গিপাড়া গ্রামের বাড়ি যাওয়ার নৌ-রুটের খনন কাজ পরিদর্শণ করেছি। বঙ্গবন্ধুর জম্ম শত’বার্ষিকী উপলক্ষ্যে ৫০ কোটি টাকা ব্যায়ে আমরা এ নৌরুটের, খনন, সৌ’ন্দর্য বর্ধন, ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু করেছি। দ্র’তই এ কাজ সম্পন্ন হবে। তিনি আরো বলেন, গোপালগঞ্জের নদী ভাঙ্গন প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন ও কৃষি’কাজের সেচ সুবিধার জন্য আমরা ১১৬০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহন করেছি। এ প্রকল্পবাস্তবায়িত হলে গোপালগঞ্জের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে জে’লার কৃষকের জীবন’মানের উন্নয়ন ঘটবে। এ দিন স’কালে মন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গি’পাড়া পৌছে।
কোন মন্তব্য নেই