ডিজিটাল হচ্ছে পোষ্ট অফিসের পোষ্ট - ই সেন্টার ...................
বামন ডাঙ্গা বাজার পোষ্ট অফিস , রুপসা , খুলনা- ৯২৪০
বাংলাদেশের পোষ্ট অফিসের পোষ্ট ই-সেন্টারের নামে যে ডিজিটাল সেবার নাম আমরা কম বেশি সবাই বিভিন্ন টিভি ও পত্র পত্রিকায় দেখে থাকি । আসলে কতটা ডিজিটাল হচ্ছে উপরের ছবি টা না দেখলে বিশ্বাসই করা যায় না ।
খোঁজ নিয়ে যানাযায় এ পোষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভবনের অভাবে তাদের নিজ বাসায় বসে
তাদের পোষ্ট অফিসের সেবা প্রদান করছে । তাই মাননীয় প্রধান মন্ত্রী ও তথ্য ও প্রযুক্তি উপদেষ্ঠার দৃষ্টি আকর্ষন করছি .......
উল্লেখিত পোষ্ট অফিসের একটি নতুন ভবন নির্মানের জন্য , যাতেকরে এ অঞ্চলের শিক্ষিত বেকার যুব সমাজ ইন্টারনেটের আলোকে কম্পিউটার ট্রেনিং নিয়ে অনলাইনে আবেদন করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী করে বেকারত্বের হাত থেকে মুক্তি পায় ।
এ অঞ্চলের বেশির ভাগ জনগোষ্ঠী কৃষি নির্ভরশীল। কৃষি ও চিংড়ি উৎপাদন করে ৯০% লোকে জীবিকা নিরবহ করে সেই সাথে চিংড়ি রপ্তানী করে প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জন করে দেশকে উন্নতি করে এগিয়ে নিতে ভূমিকা রাখছে । কৃষি ও চিংড়ি উৎপাদনে নানান রকম রোগ বালাইের সম্মূখীন হন এ অঞ্চলের কৃষকরা , পোষ্ট অফিসের পোষ্ট ই সেন্টারের সেবা থেকে বঞ্চিত এ অঞ্চলের বেশির ভাগ জনগোষ্ঠী শুধু একটি নতুন ভবনের জন্য। তাই মাননীয় প্রধান মন্ত্রী তথ্য ও প্রযুক্তি উপদেষ্ঠার দৃষ্টি আকর্ষন করছি .......
কোন মন্তব্য নেই