আমার মৃত্যু হলে দেখবো
আমার মৃত্যু হলে দেখবো, যে ফুল
কখনো ফোটেনি, সে ফুল এখন ফুটে উঠেছে।
যে তুমি আমাকে কখনো ভালোবাসোনি,
সে তুমি এখন সত্যিকারের ভালোবাসা শিখে গেছো।
কখনো ফোটেনি, সে ফুল এখন ফুটে উঠেছে।
যে তুমি আমাকে কখনো ভালোবাসোনি,
সে তুমি এখন সত্যিকারের ভালোবাসা শিখে গেছো।
আমার মৃত্যু হলে দেখবো, শিউলি ফুলের ঘ্রাণ নিতে-
তুমি প্রতিরাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকো।
তোমার উপেক্ষিত প্রেম, আমার কাছে সঁপে দিতে বসে আছো।
এতোদিন তুমি যে ঘৃণা আমায় করে গেছো,
তাতে তুমি পুড়ে মরছো, তোমার রাগ, জেদ আর অহংকার-
নিমিষেই তুমি ভুলে, আজ বদলে গেছো।
তুমি প্রতিরাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকো।
তোমার উপেক্ষিত প্রেম, আমার কাছে সঁপে দিতে বসে আছো।
এতোদিন তুমি যে ঘৃণা আমায় করে গেছো,
তাতে তুমি পুড়ে মরছো, তোমার রাগ, জেদ আর অহংকার-
নিমিষেই তুমি ভুলে, আজ বদলে গেছো।
আমার মৃত্যু হলে দেখবো, আমার ওষ্ঠাঘাত করা-
কপালের চিহ্ন, হাত ভুলিয়ে শান্তি পাচ্ছো।
তুমি প্রতিরাতে দাঁড়িয়ে থাকো দরজার পাশে,
এই ভেবে, সে যদি আবার ফিরে আসে।
কপালের চিহ্ন, হাত ভুলিয়ে শান্তি পাচ্ছো।
তুমি প্রতিরাতে দাঁড়িয়ে থাকো দরজার পাশে,
এই ভেবে, সে যদি আবার ফিরে আসে।
আমার মৃত্যু হলে দেখবো, তুমি দুঃখগুলোকে
এখন মানিয়ে নিতে পারো, আর অনেকখানি বদলে গেছো।
এখন মানিয়ে নিতে পারো, আর অনেকখানি বদলে গেছো।
"আমার মৃত্যু হলে দেখবো, তুমি ঠিক বদলে গেছো"
কথকঃমেহেদী ফয়সাল।
কোন মন্তব্য নেই