তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তা ভেঙ্গে খালে বিলিন- দৈনিক জাতীয় খবর
তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তা ভেঙ্গে খালে বিলিন
দৈনিক জাতীয় খবর
তেরখাদা উপজেলা ভুতিয়ার বিলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে চিত্রানদীর সংযোগ ৩০টি খাল পানি উন্নয়ন বোর্ড কত্রিক বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ ঠিকাদার দের মাধ্যমে ড্রজার মেসিন দ্বারা খাল খনন করা হয়েছে। খননের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করায় এল,জি ইমেইল ডির কার্পেটিং রাস্তার চরম ঝুকির সম্মখিন হয়েছে। চলতি মৌসুমে অতিবৃষ্টিতে কার্পেটিং রাস্তাগুলো মাঝখান দিয়ে ধ্বশ নিয়ে খাল গর্ভচলে গিয়েছে।তেরখাদা হতে পাথলা রাস্তা,নাচুনিয় পাকা ব্রিজ হতে মসুন্দিয়া সংয়োগ খাল,মান্দার তলি হতে হাডিখাল ওয়াবদা রাস্তা সহ বিভন্ন পাকাসড়ক ভেঙ্গে খালের মধ্যে চলে গিয়েছে। যেসকল রাস্তা জনগনের চলাচলে অত্যান্ত গুরুত্ব পু্র্ন।যে যোগাযোগর মাধ্যমে গ্রামের হাজার হাজার লোকজন বিভিন্ন স্থান থেকে
কাচামাল প্রপার সদরে সমগম করে।এ সকল রাস্তা অতিগুরুত্ব বলে বর্তমান সরকারের প্রধান মন্ত্রী কোটি কোটি টাকা বাজেট করে রাস্তা গুলো কার্পেটিং করেদিয়েছিল।সেই রাস্তা গুলো খাল খননে এল,জিইডি বাধাদিলে ও জনগনের প্রয়োজনে ভুতিয়ার বিলের পানি নিরশনে জন্য এ কাজ করেছেন।কিন্তু বর্তমানে রাস্তা গুলো ভেঙ্গে খালে চলে যাচ্ছে। এভাবে জেতে থাকলে জনগন চলাচলের প্রচুর সমস্যা হচ্ছে।তাই কত্রি পক্ষে কাছে এলাকা বাসির দাবি। দুরুত্ব জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো রক্ষার জন্য এগিয়ে আসতে হবে।
কোন মন্তব্য নেই