সোনাইমুড়ীতে আবুল কাশেম নামের এক যুবক তার প্রেমিকার বাড়ির সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

 


সোনাইমুড়ীতে আবুল কাশেম নামের এক যুবক তার প্রেমিকার বাড়ির সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা


সোনাইমুড়ী প্রতিনিধি:

সোনাইমুড়ীতে আবুল কাশেম নামের এক যুবক তার প্রেমিকার বাড়ির সামনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন . ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল দশটার দিকে   উপজেলার  তাকুয়া  গ্রামে.  নিহত সিএনজি চালক  কাশেম মিয়া  , তাকুয়া গ্রামের  মৃত তাইয়ে মিয়ার ছেলে নিহতর ভাই  রাকিব  ও স্থানীয় লোকজনের কাছ থেকে  জানা যায়,    উপজেলার তাকুয়াগ্রামের   সিরাজ মিয়া মেয়ে  সাথী আক্তার এর সাথে দীর্ঘদিন যাবত যাবৎ কাশেম মিয়ার প্রেমের সম্পর্ক চলে আসছিল,  গত এক মাস আগে কাশেম মিয়ার  মা শামসুন্নাহার  সাথীর বাবা সিরাজ মিয়ার  বাড়িতে  ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যায় ,  সাথীর   বাবা সিরাজ মিয়া  এ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান  করে  আমেরিকা প্রবাসী এক ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করেছেন বলে  জানান , যায় এ খবর শুনে  জুলফিকার  মিয়ার নবনির্মিত ভবনের পাশে একটি গাছের ডালে   কাশেম  মিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা  করেন,সাথীর বাবা সিরাজ মিয়া জানান কাশেম মিয়া গত কয়েকবছর আগে তার দোকানের ডেকোরেশন  কর্মচারী ছিল  , তার সাথে আমার মেয়েকে আমি কিভাবে তুলে দিতে পারি, আমার মেয়ের বিয়ের আমেরিকার এক ছেলের সাথে ঠিক করা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য পেরেরন করা হয়েছে । 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.