বাংলার এক গরীব আমলার স্ত্রী 200 কোটি টাকার মালিক, কানাডায় দুই- নিউ ইয়র্কে তিনটি বাড়ি I

 বাংলার এক গরীব আমলার স্ত্রী 200 কোটি টাকার মালিক,   কানাডায় দুই-  নিউ ইয়র্কে তিনটি  বাড়ি I



 1982 ব্যাচের বিসিএস কর্মকর্তা I স্বেচ্ছায় অবসর নেন 2017 সালের  9ই নভেম্বর I তারপরই  চলে যান উত্তর আমেরিকায়  I  কখনো নিউইয়ার্কে কখনো কানাডায়  I পেনশনের টাকা উত্তোলনের আবেদন নিজেকে অর্থকষ্টে আছেন বলে দাবি করা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেছেন I অথচ তার স্ত্রী মিসেস  রাখি মিত্রের নামে নিউইয়র্কে তিনটি বাড়ি ও কানাডায় দুইটি বাড়ি রয়েছে এবং আরো দুই মিলিয়ন ডলার নগদ অর্থ পরিশোধ করে নিউইয়র্ক  জামাইকা   এবং ফরেস্ট তিনটে বাড়ি কিনেছেন তিনি I  কানাডার টরন্টোতে  প্রায় 3 মিলিয়ন কানাডিয়ান ডলার দিয়ে আরো কিনেছেন দুইটি বাড়ি I  সূত্রে জানা যায় নিউ ইয়র্কে নাসির আলী খান পলের কাছ থেকে প্রথম বাড়িটি চেনেন 2012  সালের 2 ফেব্রুয়ারি , ওই বাড়িটির মূল্য কানাডিয়ান ডলার সাত লক্ষ 60 হাজার ডলার যা বাংলাদেশী টাকায় 6 কোটি 46 লাখ টাকা নগদে ক্রয় করেন I  বাড়ির ঠিকানা  87-30, 169  কুইন্স দ্বিতীয় বাড়ি85-27 -168 প্লেস জামাইকা কেনেন ওই ডিসেম্বরে ওই বাড়ির মূল্য সাত লক্ষ 85 হাজার ডলার অর্থ ও তিনি নগদে পরিশোধ করেন ,113,81 এভিনিউ কিউ   গার্ডেন ঠিকানার তৃতীয়বারে কেনেন 2018 সালের 12 ই জুন I ইয়েলেনা সেলিনার কাছ থেকে ওই বাড়িতে   ক্রয় করেন  7 লাখ 75 হাজার ডলারে,  2017 এর  নভেম্বরে অবসরগ্রহণের মাত্র দু মাসের মধ্যে কানাডার টরেন্টোতে কেনেন 40 লাখ ডলার কানাডা দিয়ে একটি বাড়ি  সর্বশেষ গত বছর টরন্টোতে ই 9 লাখ কানাডিয়ান ডলার দিয়ে কিনেছেন আরও একটি বাড়ি I বিডি মিত্রের জন্ম স্থান হবিগঞ্জ I  1986 সালের 27 অক্টোবর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন ,  2012 সালে তদবির করে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার পদে নিয়োগ পান ,  পরবর্তীতে দেশে এসে তিনি খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব  হন ,  চাকরি জীবনে  যেখানেই গেছেন সেখানেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে কিন্তু সব অভিযোগের তিনি সচিব পর্যন্ত পদোন্নতি পেয়েছেন সরকারি হিসেব  অনুযায়ী দেশের সম্পদের পরিমাণ রায় 200 কোটি টাকা I অধিকাংশ সময় এবং কানাডায় থাকেন মাঝে মাঝে দেশে থাকেন তার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই I


 সূত্র:  সিটি নিউজ


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.