জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন মুন্নার সমর্থনে নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্টিত।

 


জগন্নাথপুরে কাউন্সিলর প্রার্থী গিয়াস উদ্দিন মুন্নার সমর্থনে নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্টিত।   

 সুনামগঞ্জ প্রতিনিধি : মোঃ রনি মিয়া 

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমান কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মুন্নার সমর্থনে রোববার সন্ধ্যা ৭ টায়, জগন্নাথপুর গ্রামস্থ নিজ বাসভবন প্রাঙ্গঁনে বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। জগন্নাথপুর থেকে   আমাদের প্রতিনিধি মোঃ রনি মিয়া জানান, গ্রামের প্রবীণ মুরব্বি সোনাফর আলীর সভাপতিত্বে ও ব্যবসায়ী শশীকান্ত গোপের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভার সাবেক কমিশনার  মুকুল ভট্রাচার্য, প্রবীন মুরব্বি ফরতাব আলী, বাউল ক্যান পরিষদের সভাপতি আব্দুল পরান, আব্দুর রহিম,  মাওলানা অলি উদ্দিন, সাংবাদিক আব্দুল হাই, অমিত দে, গোবিন্দ্র দে, এসকে চৌধুরী শিমু। ডিড রাইটার দ্বিপক দে, ব্যবসায়ী সোহানুর রহমান সুহেল, উপজেলা ছাত্রলীগ নেতা সায়মন হোসেন রুমেন, সুরাই দাস, উত্তম দেবনাথ, আশুতোষ বনিক, তজব আলী, বাবুল বনিক, মানিক বনিক, শ্রীবাস দাস, অনন্ত গোপ, গোপাল বনিক, আখলিছ আলী, রাহিম উল্লা, নছির মিয়া, আলকাব আলী, আব্দুল বারিক, বেলায়েত হোসেন, লায়েক আহমদ, বাবলু বনিক, পিনু বনিক, আনছার আলী,আমীর আলী, সৈয়দ মিয়া, কাজল বনিক। শাহ জাহান উদ্দিন রুহেল,মোঃ মনির মিয়া মতবিনিময় সভায়, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না বলেন, জনগনই সকল ক্ষমতার উৎস।জনগনের সেবা করার জন্য জনগন আমাকে বার বার নির্বাচিত করেছে। আমি তাদের কাছে কৃতঙ।আমি ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করেছি । পূনরায় নির্বাচিত হলে ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ডে পরিনত করবো। মতবিনিময় সভায়৫ ও ৬ নং ওয়ার্ডের   বিভিন্ন শ্রেণী- পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.