জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।
জগন্নাথপুর প্রতিনিধি: মোঃ রনি মিয়া
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সলর পদে ৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন। রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহন করেন, জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান। এদিকে প্রার্থীরা তাদের নিজ নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূইয়া, বিএনপি সমর্থিত প্রার্থী হাজী হারুনুজ্জামান, সতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জান আক্তার, যুক্তরাজ্যের সাবেক কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান আমজাদ আলী শফিক মিয়া ও বিশ্ব প্রতীম রায় মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী নানা অঙ্গিকার ব্যাক্ত করে ভোটারদের সহযোগিতা কামনা করেন এবং আগামী ১৬ জানুয়ারী ভোট বিপ্লবের মাধ্যমে তাদের নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।
কোন মন্তব্য নেই