কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিল দুর্বৃত্তরা
কুষ্টিয়া প্রতিনিধি:
এবার কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের হাত ও মুখের বেশ কিছু অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা ।
গতরাত শুক্রবার কোন এক সময় দুর্বৃত্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ভাত মুখেতে বেশ কিছু অংশ ভেঙে ফেলেছে ।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত আমাদের জানান সিসি টিভির ফুটেজ থেকে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদের আইনি আওতায় এনে উপযুক্ত বিচার করা হবে ।
কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে একই বেদীতে বঙ্গবন্ধুর তিন ধরনের তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে । এছাড়াও এই বেদীতে জাতীয় চার নেতার ভাস্কর্য নির্মাণ করা হবে বলে আমাদেরকে জানান।
এদিকে সকালে বিষয়টি জানা জানি হলে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এ ঘটনার প্রতিবাদে এরইমধ্যে শহরের বিভিন্ন অলিগলি স্থানে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগ , জাসদ ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক অঙ্গসংগঠনগুলো ।
কোন মন্তব্য নেই