জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রার্থী মিজানুর রশীদ ভুইয়ার সমর্থনে শ্রমিকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত । দৈনিক জাতীয় খবর

 জগন্নাথপুরে আওয়ামীলীগ প্রার্থী মিজানুর রশীদ ভুইয়ার সমর্থনে শ্রমিকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত  

দৈনিক জাতীয় খবর

জগন্নাথপুর সংবাদদাতা :মোঃ রনি মিয়া 

  জগন্নাথপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভুইয়ার সমর্থনে শ্রমিকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গঁলবার বিকেলে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী-শ্রমিকলীগের আহবায়ক মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও শ্রমিকলীগ নেতা তুরন মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন বিজন কুমার দেব, পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শফিকুল হক শফিক, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জমসেদ আলী, সংগঠনের সদস্য সচিব জাহির উদ্দিন, পৌর শ্রমিকলীগ নেতা ও জগন্নাথপুর মাইক্রো শাখার সাধারণ সম্পাদক আখলাকুর রহমান ও নুর আহমেদ প্রমূখ। সভায় বক্তারা আওয়ামীলীগ নেতা ও বর্তমান মেয়র মিজানুর রশীদ ভুইয়াকে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান। পরে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রশীদ ভুইয়ার সমর্থনে উপজেলা শ্রমিকলীগের বিশাল প্রচার মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে পৌর পয়েন্টে এসে শেষ হয়।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.