ঠাকুরগাঁও রানীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নন্দুয়ার গ্রামের সাবেক চেয়ারম‍্যান ও বীরমুক্তিযোদ্বা ইসাহাক আলী নিহত।

 ঠাকুরগাঁও রানীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নন্দুয়ার গ্রামের সাবেক চেয়ারম‍্যান ও বীরমুক্তিযোদ্বা ইসাহাক  আলী নিহত।



ঠাকুরগাঁও প্রতিনিধিঃ লিমন সরকার

ঠাকুরগাঁও রানীশংকৈলে সড়ক দূর্ঘটনায় নন্দুয়ার গ্রামের সাবেক চেয়ারম‍্যান ও বীরমুক্তিযোদ্বা ইসাহাক  আলী আজ মঙ্গলবার  সকাল সাড়ে ,১১ টায় বলিদ্বার নিজ বাড়ী থেকে মটর সাইকেল নিয়ে মহাসড়কে উঠার সময়, বিপরীত থেকে নছিমনের সাথে মুখো মুখি সংর্ঘষে গুরুত্বর অবস্হায় রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়।তার অবস্হা অবনতি না হলে কর্তব‍্যরত চিকিৎসক  তাৎক্ষনিক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন করা হয়।   এম্বুলেন্সে করে দিনাজপুরে নিয়ে যাবার পথে মত‍্যু বরন করেন। এ ঘটনায় রানীশংকৈল থানা পুলিশ নছিমন টিকে থানায় নিয়ে আসে এবং নসিমনের ড্রাইভারকে পাওয়া যায় নাই।এ ঘটনায় অফিসার্স ইনচাজ জাহীদ ইকবাল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেেন।এবং মরহুমের রাষ্ট্রিয় মর্যদায় তার পারিবারীক গোরস্হানে দাফন কার্য‍্য সম্পর্ন করা হবে ।মর্মে বর্তমান চেয়ারম‍্যান জমিরুল ইসলাম ও  মুক্তিযোদ্বা আবু সুফিয়ান জানান এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় যেন আনা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.