ঢাবির সাবেক শিক্ষককে অপহরণের পর হত্যা

                                                                    অধ্যাপক সাইদা খালেক

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সাইদা খালেককে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার সাভার থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করে বলে দৈনিক জাতীয় খবর কে জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া।
তবে কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখনও বিস্তারিত জানা যায়নি।
অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া বলেন, ‘সাভার থেকে তিনি তিন দিন আগে অপহরণ হয়েছিলেন। সাভারের হাউজিং প্রকল্পের পাশে তিনি ভাড়া বাসায় থাকতেন। সাভার থেকেই আজ উনার লাশ পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে সেখানে আমাদের আবাসন প্রকল্পের সভাপতি পদে আছেন।’
নিজামুল হক ভুঁইয়া বলেন, ‘অধ্যাপক সাইদা খালেক ছয় বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান। তার বয়স বর্তমানে ৭১।’
ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের হাউজিং প্রকল্পের সভাপতি ও ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিকদার মনোয়ার মোরশেদ বলেন, ‘এটি অপহরণ না। এটি একটি মার্ডার কেস। আসামিকে পুলিশ ধরেছে। তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে। আপনি কাশিমপুর থানার পুলিশের সঙ্গে কথা বললে আরও বিস্তারিত জানতে পারবেন।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.