উদ্ধারকৃত  ফেন্সিডিল

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫৩ বোতল ফেন্সিডিল’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

 ১৪ জানুয়ারি ২০২২ইং তারিখে ১০.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল্লাহ(৪৫), পিতা-মৃত মোবাশি^র আলী, সাং-বাল্লা, ২। সুফিয়ান আহমদ(২২), পিতা-আঃ আজিজ, সাং-শাহজালালপুর, উভয় থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটদ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের দখলে থাকা প্রাইভেটকার তল্লাশি করে ৫৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ফেন্সিডিল মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.