অবশেষে দেশবাসীর পাশে পাওয়া গেলো আকিজ গ্রপের মালিক শেখ বশির উদ্দিনকে
অবশেষে দেশবাসীর পাশে পাওয়া গেলো আকিজ গ্রপের মালিক শেখ বশির উদ্দিনকে, বড় বড় শিল্পপতিরা যখন করোনা কে পুঁজি করে পন্যমুল্য বৃদ্ধি আর নেতারা পালিয়ে যাচ্ছে আর সরকারের কাছে সাহায্য চাওয়াটাই ব্রত হিসাবে গ্রহন করেছে-
সেই সময় আকিজ গ্রুপের এমডি বশীর সাহেব তার নিজ উদ্যোগে তেঁজগায়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে- করোনা চিকিৎসার একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তুলছেন।
সেই সময় আকিজ গ্রুপের এমডি বশীর সাহেব তার নিজ উদ্যোগে তেঁজগায়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে- করোনা চিকিৎসার একটি অস্থায়ী হাসপাতাল গড়ে তুলছেন।
তিনি আশা করছেন,আগামী এক সপ্তাহের মধ্যে নির্মান শেষ হবে।সেই সাথে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানোর কাজ শেষ হবে।বিনামুল্যে এইখানে করোনা রোগের চিকিৎসা হবে। তাঁকে এই কাজে সহায়তা দিচ্ছেন,দুইজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।
তাছাড়া দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আপৎকালীন বিতরনের জন্য- আটার প্যাকেটের বিশাল ভান্ডার ইতিমধ্যে গড়ে তুলেছেন।

কোন মন্তব্য নেই