চীনে মানবশরীরে করোনার টিকা পরীক্ষা । দৈনিক জাতীয় খবর


চীনে মানবশরীরে করোনার টিকা পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক


চীনের বিজ্ঞানীরা করোনাভাইরাস (কোভিড-১৯) এর টিকা আবিষ্কারে অনেক দূর এগিয়ে গিয়েছেন। করোনার সম্ভাব্য টিকা মানবশরীরে পরীক্ষার দ্বিতীয় পর্যায় শুরু করেছেন তারা৷ ৫০০ স্বেচ্ছাসেবী নিজেদের শরীরে নিচ্ছেন এ টিকা৷
করোনাভাইরাসের মূল কেন্দ্র উহানে শুরু হয়েছে এই ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। যে ৫০০ সেচ্ছাসেবী নিজেদের শরীরে এই টিকা নিতে রাজি হয়েছেন তাদের মধ্যে রয়েছে বয়স্করাও। তাদের একজন ৮৪ বছর বয়সি শিওং জেংশিং।
বেইজিংয়ের সিনোভেক বায়োটেক ও উহানের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস পরীক্ষামূলক টিকা দুটির উন্নয়ন ঘটিয়েছে।
চীনের সামরিক বিজ্ঞান একাডেমির গবেষক চেন ওয়েই বলেন, এই টিকায় নোভেল করোনাভাইরাসে 'এস' জিন রয়েছে। যা মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। 'এস' জিন করোনাভাইরাসের গুরুত্বপূর্ণ অংশ। এই টিকা শরীরে এক ধরনের স্মৃতি তৈরি করতে পারবে। পরবর্তীতে আবার কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে শরীর তা চিনতে পেরে ধ্বংস করে দিতে পারবে।
টিকা পরীক্ষার প্রথম পর্যায়ে শারীরীক নিরাপত্তার বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দেয়া হয়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার লক্ষ্য থাকে কার্যকারিতার ওপর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.