পড়া লেখা চাকরিতে নয় , নিজের কাজে লাগান । দৈনিক জাতীয় খবর


Image may contain: one or more people and text

পড়া লেখা চাকরিতে নয় ,  নিজের কাজে লাগান   

দৈনিক জাতীয় খবর

#আপনার দ্বারা সৃষ্টি হতে পারে অসংখ্য মানুষের
কর্মসংস্থানের। আপনি চাইলেই পারবেন চলমান
ব্যবসার নতুন কোন ব্যবসায়িক রুপ দিতে কিংবা
নতুন কোন ব্যবসায়ের সৃষ্টি করতে। যেটা আপনার
নাম বহন করে এনে দিবে দাসত্বমুক্ত পরিচয়।
সফল উদ্যোক্তার পরিচয়। যেখানে দেশে বিশ
লক্ষের বেশী বেকার দ্বারে দ্বারে টাক খেয়ে
বেড়াচ্ছে হতাশা নিয়ে(এখন আরো প্রায় এক কোটি বেকার যুক্ত হবে)। চাকর যার শ্রুতিমধুর
উচ্চারন #চাকুরী। বৃটিশ আমাদেরকে যখন শাসন
করেছে তখনই আমাদের মনে খুব ভালভাবে
ঢুকিয়ে দিয়ে গেছে #চাকুরী_মানেই_নিরাপত্তা
#চাকুরী_মানেই_সম্মান। #চাকুরী_মানেই_নিশ্চিত_আয়। আর সেই সময়ে আমাদেরকে ব্যবহার করে বৃটিশ তার ব্যবসায়ের রাজত্ব আর প্রভাব বিস্তার করেছে। আমাদের সমৃদ্ধ মসলিন শিল্পকে ধ্বংস করে নীল চাষে বাধ্য করেছে।
দাসত্ব কিভাবে অর্জন করতে হয় প্রতিযোগীতা
করে তাও খুব ভাল করে বুঝিয়ে দিয়ে গেছে।
নিজে কিছু একটা করব, #উদ্যোক্তা হব, #ব্যবসায়ী
হব, সেরা ধনীদের একজন হব, #সুপারম্যান হব,
সুপার হিরো হব। ছোট বেলার এমন স্বপ্নগুলো
কবে কবরে পাঠিয়েছেন বলতে পারবেন? ছোট
বেলা স্বপ্ন গুলো দেখেছেন ঠিকই কিন্তু লালন
করতে পারেন নি। অনিশ্চয়তা দেখে ইঁদুরের
গর্তে মুখ লুকিয়ে বলছেন চাকুরীই তো ভাল। মাস
গেলেই বেতন। #উদ্যোক্তা হওয়ার জন্য, নিজে
কিছু করার জন্য চেষ্টা করেছেন বিফল হয়েছেন।
আর ফিরে এসে সেই হাল ধরতে পারেন নি। কেউ
কেউ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এই
চাকুরী নামক নিরাপত্তার খোঁজে। কখনওবা
নিজেকে সপে দিয়েছেন মৃত্যুর মুখে কিংবা
হারিয়েছেন শেষ সম্বল ভিটা মাটি টুকুও
প্রতারণায় পড়ে।
#ঝুঁকি_নিতে_চান_না_কেন?
একটা ঝুঁকি নিয়ে যদি জীবনের স্বাদ গ্রহন করা
যায়, স্বপ্নগুলোকে আলোর মুখ দেখানো যায়,
দাসত্ব থেকে মুক্তি পাওয়া যায় তাহলে কিসের
এত ভয়। রোম যেমন একদিনে তৈরী হয়নি
সফলতাও একদিনে আসবে না এটুকু বুঝতে কেন এত
অসুবিধা হয়? ধৈর্য্য ধরে লেগে থাকুন আপনার
পছন্দের কাজ নিয়ে।
#শিক্ষাকে_চাকুরী_পাবার_উপকরন_হিসেবে_না_দেখে_নিজেকে_সমৃদ্ধ_করার_উপকরন_হিসেবে_গ্রহন_করুন। নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়তে আরও একবার ঘুরে দাড়ানোর চেষ্টা করুন। শিক্ষিত চাকর হওয়ার চেয়ে শিক্ষাকে নিজের কাজে লাগান। শিক্ষা যখন
নিজের কাজে লাগাতে পারবেন তখন আপনি
হবেন আপনার বস। আর কর্মসংস্থান হবে আপনার
গড়া প্রতিষ্ঠানে অসংখ্য মানুষের। আপনার
ভেতরের ভীতিটাকে জয় করুন। #যতক্ষন_পর্যন্ত_না_অনিশ্চয়তার_মধ্যে_নিশ্চয়তা_খুঁজে_নিতে_না_পারছেন_ততক্ষন_পর্যন্ত_বড়_কিছুর_দেখা_পাবেন_না। বড় কিছু করতে গেলে স্রোতের বিপরীতে চলেই করতে হয়। #শিক্ষালব্ধ জ্ঞানকে নিজের জন্য কাজে লাগান চাকুরীর প্রত্যাশায় জুতার
তলা ক্ষয় না করে। চাকুরী আপনাকে যা থেকে
বঞ্চিত করেছে তা শুনলে আতকে উঠতে পারেন।
চাকুরী আপনার সৃজনশীল সৃষ্টির ক্ষমতাকে
গলাটিপে হত্যা করেছে। আপনার মধ্যকার
উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে নয়টা পাঁচটার
যাতাকলে ফেলে বড় হওয়ার স্বপ্নভঙ্গ করেছে।
যেখানে আপনি নিজেই নিজের বস হতে
পারতেন সেখানে আপনাকে অন্যের চাকর
করেছে। আপনার ভেতরের জেগে ওঠার
ক্ষমতাকে দাসত্বে পরিণত করেছে। আপনার যে
ছোট্টশিশুটি বাবা বাবা বলে আপনাকে কাছে
পেতে চায় তাকে অতৃপ্ত করেছে। নিশ্চিত কিছুর
জন্য থাকলে তো অনিশ্চিতের সম্ভাবনা থেকে
আপনি বঞ্চিত হবেন এটাই স্বাভাবিক। অনেকেই
ভাবেন আর চাকরি বাকরি করব না। এবার
নিজেই কিছু একটা করব। কিন্তু বের হয়ে আসতে
পারেন না সেই নিরাপত্তার বৃত্ত থেকে। আবার
অনেকেই বলেন চাকুরী জীবন শেষে পেনশনের
টাকা দিয়ে শুরু করে অল্প দিনেই সেরা ধনী হয়ে
যাব। কিন্তু তাদের দৌড় কতদুর? লাইফের
৩০ বছরের যৌবন তো চাকুরী আপনার কাছ
থেকে নিয়েই নিয়েছে। আপনার শক্তি, সামর্থ্য,
মেধা, সময় কোনটাই চুষে নিতে ভুল করেনি
আপনাকে নিয়োগকারী প্রতিষ্ঠান। আপনাকে
যদি বিশ হাজার টাকা বেতন দিয়েছে তো তার
বিপরীতে আপনাকে দিয়ে দুই লক্ষ টাকা আয়
করে নিয়েছে। জীবনটা চামচে মার্বেল রেখে
দৌড় খেলার মতই। আপনি দৌড়ে প্রথম হলেও
চামচ থেকে মার্বেল পড়ে গেলে আপনার অর্জন
শূন্য। জীবনের উচ্ছাস-উত্তেজনা, অনুভূতিকে
বাঁচিয়ে রাখতে হলে দাসত্ব থেকে আপনাকে
মুক্ত হতে হবে।

🤔 জ্বালানী বিহীন গাড়ির মত গতিহীন জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে ইঁদুরের গর্তে মুখ লুকিয়ে থাকা অনেক ভাল। নিরপত্তার জন্য সম্ভাবনাকে হত্যা করার কি দরকার। চেষ্টা করেই দেখুন। আপনার চেষ্টা আপনাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য দরজা খুলেই রেখেছ।

🤔জীবনে বড় হতে হলে স্বপ্নবাজ হওয়া খুবই জরুরী।
অনেকে আমার মতের সাথে ভিন্নমত পোষণ
করতেই পারেন। তারপরও বলি বাবার টাকায় বড়
হওয়া আর শুন্য হাতে স্বপ্ন লালন করে বড় হওয়া
ভিন্ন ব্যাপার। সমাজের শ্রেনী বিভক্তির জায়গা থেকে একটি নিন্মবিত্ত বা মধ্যবিত্ত ঘরের সন্তানকে কতটা বেশী ভাল থাকার অভিনয় করতে হয় তা একমাত্র সেই জানে। আবার সবচেয়ে হতাশার মধ্যে তারাই ডুবে থাকে। সোনার চামচ মুখে নিয়ে যাদের জন্ম নয় তারা
যে জীবনে বড় কিছু করবে না তাও কিন্তু নয়।
যারা জীবনে বড় হয়েছে তারা তাদের স্বপ্নকে লক্ষ ধরে নিয়েই কাজ করেছে। সেই সাথে পরিশ্রম আর লেগে থাকার বিনিময়ে সফলতাও পেয়েছে।

🤔 জীবনে বড় হতে হলে অনেক শিক্ষিত হতে হবে এমন কোন কথা নেই। অনেক স্বল্প শিক্ষিত ঝরে পড়া ষ্টুডেন্টও জীবনে বড় কিছু করেছে। কারন তাদের স্বপ্ন আর আত্মবিশ্বাস ছিল আকাশের ওপারে।

👉 #বিল গেটস, #মার্ক জাকারবার্গ, #স্টিভ জবস – এই তিনজনের মধ্যে দারুন একটা মিল আছে। কোথায় জানেন? তারা তিনজনই ইউনিভার্সিটি ড্রপ আউট স্টুডেন্ট। #জাকারবার্গের তাও ব্যাচেলর ডিগ্রি আছে,
অন্য ২ জনের তাও নেই। এদের প্রত্যেকের
সফলতার পেছনে ছিল জীবনে বড় হওয়ার স্বপ্ন।
#আন্ড্রু কার্নেগী গরীব ঘরের ছেলে ছিলেন।
তিনি একটি খামারে কাজ করতেন। এবং সেখান
থেকে পরবর্তীতে তিনি আমেরিকার অন্যতম
শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়েছিলেন। হলিউড অভিনেতা #ব্রাড পিট প্রথম জীবনে ‘এল পল্লো লোসো’ নামের এক রেস্টুরেন্টে মোরগের ড্রেস পরে হোটেলবয় এর কাজ করতো। #টমাস আলভা এডিসনকে ছোটবেলায় সবাই বোকা এবং সেই সাথে গাধাও বলত । তিনি পড়াশোনায়
একদমই ভালো ছিলেন না। তবুও তিনি একজন
বিশ্বখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিলেন।
বিস্ময়কর ফুটবলার “মেসি” যে কিনা একসময়
নিজের ফুটবলের ট্রেনিং এর খরচ যোগাতে
চায়ের দোকানে কাজ করতেন। অনেকেই জানেন
এইসব মানুষের সফল হওয়ার ইতিহাস কিন্তু সবাই
মনে করেন এগুলো শুধুই অনুপ্রেরণার গল্প। যা শুধু
পড়তেই ভালো লাগে কিন্তু নিজের জীবনে
কাজে লাগানো সম্ভব না। অনেকেই বলবেন তখন
সুযোগ ছিল এবং প্রতিযোগিতা কম ছিল তাই
তারা সফল হয়েছিলেন কিন্তু আজকালতো সেই
ধরনের সফলতা দেখা যায় না। আপনি আমি
সবাই যদি একই কথা বলতে থাকি তাহলে
বর্তমানে সফল হবে কে?
🤔 আজকে আপনি শুরু করুন দেখবেন ১০-১৫ বছর পর আপনার সফলতার গল্প অন্যরা পড়ছে। যেমনটি শুরু করেছিলেন #মার্ক জাকারবার্গ ২০০৪ সালে,মাত্র ১২ বছরের ব্যবধানে তিনি আজ বিশ্বের সফল একজন
উদ্যোক্তা।
🤔 যখন মোবাইল আবিষ্কার হয় নাই তখন যদি আপনি বলতেন তারবিহীন টেলিফোন অর্থাৎ মোবাইল পকেটে নিয়ে ঘোরে বেড়াবেন তখন আপনি পাগল আর এখন আপনি মোবাইল ব্যবহার না করলে পাগল।

🤔 আজ থেকে ১৩ বছর আগে আপনি কাউকে যদি বলতেন সামাজিক একটা যোগাযোগ মাধ্যম থাকলে সবাই ব্যবহার করত তখন তিনি আপনাকে পাগল ডাকত কিন্তু এখন যদি বলেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না তাহলে আপনাকে পাগল ডাকবে। অর্থাৎ আজকে আপনি কোন ভিন্নধর্মী
আইডিয়া কারো কাছে বললে আপনাকে পাগল
ডাকবে কিন্তু ৪-৫ বছর পর সেই আইডিয়া অন্যকেউ
সফল করবে এবং আপনি তা ব্যবহার করবেন আর
ব্যবহার না করলে আপনি হবেন পাগল।

🤔 এমন অনেকেই যারা ঠিক মত তিন বেলা খেতে
পারেন নাই, খুব বেশী পড়াশুনা করতে পারেননি
কিন্তু জীবনে স্বপ্ন লালন করতে ভুল করেন নাই
এমন উদাহরন আমাদের সমাজেও কম নয়। মানুষ
তার স্বপ্নের সমান বড়। কিন্তু সেই স্বপ্ন কি শুধু
দেখলেই হবে? স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হলে
লেগে পড়ে কাজ করতে হবে। কাজকে ভালবাসতে
হবে। ব্যর্থ হলেও থেমে না থেকে এগিয়ে
যাওয়ার জন্য বার বার চেষ্টা করতে হবে।

কিন্তু অনেকেই ভাবছেন উদ্যোক্তা হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, আমি বলবো টাকার চেয়েও প্রয়োজনীয় একটা বিষয় হচ্ছে আপনার ইচ্ছা।
আপনার ইচ্ছা শক্তি যদি অনেক প্রবল হয়ে থাকে, তবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি #MLM_উদ্যোক্তা হওয়ার জন্য নিজেকে তৈরি করুন।

সবার সুস্বাস্থ্য ও যৌক্তিক সফলতা কামনা করছি।
01715 422025

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.