রূপসা উপজেলার বিভিন্নস্থানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সহধর্মিণী মিসেস সারমিন সালাম । দৈনিক জাতীয় খবর

 রূপসা উপজেলার বিভিন্নস্থানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এমপি সহধর্মিণী মিসেস সারমিন সালাম

মিসেস সারমিন সালাম


খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী ও এনভয় গ্রুপের পরিচালক মিসেস সারমিন সালাম রূপসা জেলার বিভিন্ন স্থানে গরিব দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কররেন। তিনি আজ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
রুপসা সদর : রূপসার সদরে দলিত সম্প্রদায়ের মাঝে আজ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সালাম মূশের্দী সেবা সংঘ আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন রুপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস.এম. হাবিব, চঞ্চল মিত্র, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির শেখ, দলিত খুলনা বিভাগের সভাপতি কালীপদ দাস, এমপির কো- অডিনেটর নোমান ওসমানী রিচি, এমপির ছোট ছেলে আয়ান সালাম, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, অমিয় দাস দুলাল, জন দাস, আওরঙ্গজেব স্বর্ন, যুবলীগের আঃ মজিদ শেখ, সরদার জসিম উদ্দিন প্রমূখ।
শ্রীফলতলা ইউনিয়ন : সালাম মূশের্দী সেবা সংঘ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদার।
এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস.এম. হাবিব, এমপির কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, এমপির ছোট ছেলে আয়ান সালাম, স ম জাহাঙ্গীর, রবিউল ইসলাম বিশ্বাস, মিজান সরদার, ইউপি সদস্য কামরুল সরদার, শিরিনা আকতার, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু,সরদার জসিম উদ্দিন প্রমূখ।
নৈহাটি ইউনিয়ন : নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল ও নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ মিঃ বাংলাদেশ আজাদ আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফ.ম. সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, এমপির কোয়াডিনেটর নোমান ওসমানী রিচি, এমপির ছোট ছেলে আয়ান সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম.হাবিব, চঞ্চল মিত্র, রবিউল ইসলাম লিঠু, প্রচার সম্পাদক আঃগফুর খাঁন, আকতার ফারুক, ইউপি সদস্য রিনা পারভীন, আলমগীর হোসেন শ্রাবন, আসাবুর মোড়ল, আওয়ামী লীগ নেতা নাজির শেখ, আঞ্জুমানারা, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা প্রমূখ।
রুপসা উপজেলা প্রেসক্লাব : রূপসা উপজেলা প্রেস ক্লাব আয়োজিত ক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখের পরিচালনায় শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ক্লাবের উপদেষ্টা ফ ম আঃ সালাম, উপদেষ্টা আঃ মজিদ ফকির, বাকির হোসেন বাকু, ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, এমপির কো-অডিনেটর নোমান ওসসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, চঞ্চল মিত্র,রিনা পারভিন, আকলিমা খাতুন তুলি, সাবিনা ইয়াসমিন, সারমিন সুলতানা রুনা, ক্লাবের সহ-সভাপতি মুরশিদ আলী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচার্য্য, প্রচার সম্পাদক মোশারেফ হোসেন, ক্রীড়া সম্পাদক নাজিম মোড়ল, ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ণ প্রমূখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.