সুনামগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন । দৈনিক জাতীয় খবরর
সুনামগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
দৈনিক জাতীয় খবর ঃ
জগন্নাথপুর সংবাদদাতা : মোঃ রনি মিয়া
সুনামগঞ্জ জেলা জাতীয় পাটির উদ্যোগে জাতীয় পাটির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে পার্টির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল গাফফার'র সভাপতিত্বে ও জেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি ইমদাদুল হক দিলরবের
পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আনম অহিদ কনা মিয়া, বিশেষ অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল আওয়াল, জেলা জাপার সাবেক যুগ্ম সম্পাদক শেখ জাহির আলী, জেলা জাপার সাবেক প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি, জামালগঞ্জ উপজেলা জাপার সভাপতি এইচ এম ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা জাপার সভাপতি নজির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাপার সভাপতি হারুন মিয়া, সাধারণ সম্পাদক রিপন মিয়া, জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল হুদা হিমেল, জগন্নাথ পুর উপজেলা জাপার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, বিশ্বম্ভরপুর উপজেলা জাপার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, দোয়ারাবাজার উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবসংহতির আহবায়ক নূর হোসেন মোঃ আব্দুল্লাহ, জেলা জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি সফিকুল আলম উজ্জ্বল, জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক সামসুজ্জামান জামান, জেলা ছাত্রসমাজের সভাপতি সজিব আহমদ সহ জেলা, বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা, অবিলম্বে ব্যর্থ আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে দলের পুরোনো ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে পার্টিকে সু- সংগঠিত করার জন্য জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রতি আহবান জানান এবং আসন্ন সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় বর্তমান আহবায়ক কমিটির সমালোচনা করে হতাশা প্রকাশ করেন। এর আগে প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতার লক্ষে শহরের ট্রাফিক পয়েন্ট, পৌর বিপনী ও থানা রোড এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই