ঠাকুরগাঁও পীরগঞ্জে ২৫ জন চিহ্নিত চোরাকারবারী আত্মসমর্পণ।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ লিমন সরকার
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২৫ জন চিহ্নিত চোরাকারবারি আত্মসমর্পণ করেছে। গতকাল ৯ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলার বিজিবি (বডার গার্ড বাংলাদেশ)’র চান্দোহর হাট কোম্পানি সদর এবং বৈরচুনা ইউনিয়নের আহবানে স্থানীয় চোরাকারবারীদের আত্মসমর্পণ অনুষ্ঠান ইন্দ্রইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) র অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম,বিশেষ অতিথি পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার, ১১ নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ। আত্মসমর্পণ অনুষ্ঠানে ২৫ জন চিহ্নিত চোরাকারবারি আত্মসমর্পণ করেন।
কোন মন্তব্য নেই