ঠাকুরগাঁও পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

 ঠাকুরগাঁও পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত 



 ঠাকুরগাঁও প্রতিনিধিঃলিমন সরকার 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সাড়ে নয় ঘটিকায় উপজেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তরে ভূমি অফিসের পাশ দিয়ে সড়কের অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন ।   নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা কাজীপাড়া গ্রামের মৃত্য কলিম উদ্দীনের ছেলে ও  ঠাকুরগাঁও জেলা জর্জশিপের 


সাবেক কর্মচারী আব্দুস সোবহান (৬৫) ও অপর ব্যাক্তি একই উপজেলার  দেহগাঁ সালন্দর গ্রামের মৃত  দরিমান শেখ এর ছেলে রুহুল আমিন (৩৮)। পীরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসটি পীরগঞ্জে প্রবেশকালে লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যু বরন করেন।   পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার মুক্তার হোসেন বলেন, পীরগঞ্জ রেলস্টেশনের কিছু দূর সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। এই দুর্ঘটনায় কয়েকটি ট্রেন আটকা পড়েছিল  বর্তমানে রেল চলাচল সাভাবিক রয়েছে বলে  জানান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.