ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ সড়কের লোহাগাড়া সড়ক দুর্ঘটনায় একজন নিহত।
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ সড়কের লোহাগাড়া সড়ক দুর্ঘটনায় একজন নিহত।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ লিমন সরকার
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়কের লোহাগাড়া চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম(৪০) ঠাকুরগাঁও সদরের চেরাডাঙ্গী গ্রামের মোতালেবের ছেলে। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, "পীরগঞ্জ থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে লোহাগাড়ার চাঁদপুর নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় নছিমন চালক রফিকুল ইসলাম ছিটকে গিয়ে সড়কে পড়ে। সড়ক দিয়ে চলাচলকারী ঠাকুরগাঁও সুগারমিলের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এঘটনায় আলী আকবর(৩৫) নামে একজন আহত হয়েছেন।বর্তমানে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।" নিহতের পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি প্রদীপ।
কোন মন্তব্য নেই