ডুমুরিয়া উপজেলা আ’লীগের সাথে জেলা কৃষকলীগের মতবিনিময় সভা



বি.এম.শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান: ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে জেলা কৃষকলীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৬ জানুয়ারি ৪নং খর্ণিয়া ও ডুমুরিয়া সদর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অজয় সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সদস্য শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার। উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব অরিন্দম মল্লিকের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক গোবিন্দ কুমার ঘোষ, যুগ্ম-আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুবলীগ নেতা মোঃ শিমুল বিশ্বাস, আ’লীগ নেতা আব্দুস সালাম মাঝি, কৃষকলীগ নেতা মোঃ জাকির হোসেন মোল্লা, শিবপদ দালাল, যুবলীগ নেতা রাজিউল বারি সৈকত, মোঃ নাসির গোলদার, ছাত্রনেতা আশরাফুল আলম সেতু, যুবলীগ নেতা মতি আলী ফকির, আঃ গফ্ফার প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.