গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হলেন যুবক । দৈনিক জাতীয় খবর
গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হলেন যুবক
দৈনিক জাতীয় খবর
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ লিমন সরকার
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে পাশের গ্রামে গিয়েছিলেন যুবক পরিমল চন্দ্র সিংহ । প্রেমিকার বাড়ীর লােক জনের ধাওয়া খেয়ে নিজ বাড়ীতে পালিয়ে আসেন তিনি । পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ পায় পুলিশ । মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে । ময়না তদন্ত প্রতিবেদন আসলেই জানা যাবে যুবকের মৃত্যুর কারণ । এমন ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়ােল ইউনিয়নের দক্ষিন চাড়ােল গ্রামে । মৃত ওই যুবকের নাম পরিমল চন্দ্র সিংহ । সে ওই এলাকার পরেশ চন্দ্র সিংহের পুত্র । বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ । স্বজনদের বরাতে ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী জানান , পার্শ্বের গ্রামের এক আত্মীয়ের বিবাহিত মেয়ের সাথে পরিমলের প্রেমের সম্পর্ক ছিল । গতকাল মঙ্গলবার রাতে তার সাথে দেখা করতে গেলে পরিবারের লােক জনের ধাওয়া খেয়ে জুতা ফেলে বাড়ীতে পালিয়ে আসে । এমন ঘটনা পরদিন প্রকাশ হলে মান - সম্মান কিছুই থাকবে না । এমন ভয়ে পরিমল আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে স্বজনরা ও পুলিশ । বিষয়টি পরিস্কার করতে লাশ মর্গে পাঠানাে হয়েছে । বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন , লাশ নিয়ে আসা হয়েছে । মর্গে পাঠানাে হবে । তদন্তকারী পুলিশ কর্মকর্তা আব্দুস সােবহান ঘটনাস্থলেই আছেন । আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি । আত্মহত্যা করেছে না হত্যা করা হয়েছে তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই