খুলনার রূপসায় এমপি সালাম মূর্শেদীর উদ্যোগে দুই শত অসহায়কে ইফতার সামগ্রী বিতরণ


খুলনা জেলা  প্রতিনিধিঃ 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন এদেশের মানুষের দায়িত্বে নিয়োজিত থাকবেন ততদিন পর্যন্ত এদেশের মানুষের জান, মাল, ইজ্জত আভ্রুর নিরাপত্তা থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের মানুষ দারিদ্রতাকে জয় করে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। তিনি আর ও বলেন করোনা ভাইরাস নামক মহামারী থেকে এদেশের মানুষকে নিরাপত্তা দিতে নিজের জিবনকে বাজি রেখে তিনি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। একারনে বিশ্বের যেকোন দেশের থেকে বাংলাদেশ অনেক সুরক্ষিত রয়েছে। তিনি ২০ এপ্রিল বিকাল ৩ টায় সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ঘাটভোগ ইউনিয়নের চানপুর এলাকার ২০০ পরিবারের মাঝে আটা, চিনি সেমাই, মুড়ি, ছোলা, খেজুর ইফতার সামগ্রী বিতরণ করেন। এমপি সালাম মুর্শিদী রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত সম্মানিত অতিথিদের  মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা অধ্য ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, এমপির প্রধান সমন্বয়কারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, মিয়া আরিফ হোসেন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামছুল আলম বাবু,  খায়রুজ্জামান সজলসহ আরো অনেকে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.